ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

দৌলতদিয়া ঘাটে আজও ঢাকামুখী শতশত যাত্রী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৪:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

লকডাউন অপেক্ষা করে দৌলতদিয়া ফেরি ঘাটে দূরত্ব বজায় না রেখে আজও (২৮ এপ্রিল) ঢাকামুখী হচ্ছে শতশত যাত্রী। এতে ফেরি ঘাটে দেখা গেছে উপচে পড়া ভিড়।

করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে রাজবাড়ী জেলায়। তবে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে চলাচল করছে ফেরি। এই সুযোগে ফেরিতে পার হচ্ছে শতশত ঢাকামুখী যাত্রী। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা সব মোটরসাইকেল, অটোরিক্সা, ভ্যান, টেম্পু ও চার চাকার বিভিন্ন প্রকার গাড়িতে করে আসছেন। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহু রনি জানান, সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই সুযোগে অনেক যাত্রী ফেরি পারাপার হচ্ছেন। 

এনএস/