ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার
আশুগঞ্জ ম্যাপ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরে করোনার উপসর্গ নিয়ে আল আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমরাব (২৭ এপ্রিল) দিবাগত রাতে জেলা সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পুলিশের উপস্থিতিতে উপজেলা দাফন কমিটির নেতৃত্বে ওই যুবকের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মৃত আল আমিন উপজেলার লালপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বুট্টু মিয়ার ছেলে। সে পেশায় ব্যাটারী চালিত অটোরিক্সা চালক।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা. শওকত হোসেন জানান, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত রোববার বিকেলে হাসপাতালে ভর্তি হন আল আমিন। তবে সোমবার রাতে গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু বরণ করে সে। ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার জানান, ইতিমধ্যে নিহতের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।
এনএস/