ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

টেনিসে লুকাস পউলিকে হারিয়েছে বোনা কোরিক

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১২ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার

tenisবিএনপি পারিবাস ওপেন টেনিসে লুকাস পউলিকে হারিয়েছে বোনা কোরিক। ফ্রান্সের তারকা লুকাসকে ৬-২, ৭-৫ গেমে হারিয়েছে বোনা কোরিক। ইন্ডিয়ান ওয়েল্ধসঢ়;স টেনিস গ্রাউন্ডে প্রথম সেটে ৬-২ তে সহজ জয় তুলে নেয় ক্রোয়েশিয়ান খেলোয়াড় কোরিক। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানো প্রতিন্দন্দ্বীতা গড়ে তুলে লুকাস। তবে, শেষ পর্যন্ত কোরিকের সাথে পেরে উঠেনি লুকাস । দ্বিতীয় সেটেও ৭-৫ ব্যবধানে হেরে যান তিনি।