ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়‍ানোর সরকারি সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার

  দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়‍ানোর সরকারি সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ০১ জুন থেকে ৯০০ টাকা ও ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকবে। তবে প্রথম দফায় বাড়িয়ে ০১ মার্চ থেকে ৭৫০ টাকা ও ৮০০ টাকা মূল্য নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো বাধা থাকলো না। গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে মুবাশ্বির হোসেন।