ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বৈশাখ মাসের কৃষি গম ও ভুট্টা

এস ইউ আহমদ

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

গম ও ভুট্টা (রবি)
মাঠ থেকে কাটার পর এরই মধ্যে বাড়ির আঙিনায় চলে আসার কথা দুটি দানাদার ফসল গম ও ভুট্টা (রবি)। এখন যদি ভালো ভাবে সংরক্ষন না করা যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। তাই ফসল কাটার আগেই সংরক্ষণ করার পদ্ধতি জেনে নেওয়া ভালো।

সংরক্ষণ কৌশল- প্রথমেই বীজকে ভালোভাবে শুকাতে হবে, তারপর উপযুক্ত পাত্র নির্বাচন করে, সম্পূর্ণ বায়ুরোধী করে সংরক্ষণ করতে হবে। বীজের পাত্রটিকে মাটি অথবা মেঝেতে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সংরক্ষতি বীজকে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য, সংরক্ষণ পাত্রে নিমপাতা, বিষকাটালি পাতা রেখে দিলে সহজেই পোকা আক্রমণ করতে পারবে না।  

ভুট্টা (খরিফ)
ভুট্টা রবি ফসলের পরই রয়েছে ভুট্টা খরিফ, খরিফ ভুট্টার বয়স ২০ থেকে ২৫ দিন হলে ইউরিয়া সারের প্রয়োগ করতে হবে। ভুট্টা খেতে রসের ঘাটতি থাকলে হালকা সেচ দিতে হবে, জমিতে থাকা আগাছা অবশ্যই নিখুঁতভাবে পরিস্কার করতে হবে এবং একই সঙ্গে গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে।

সূত্র: কৃষি তথ্য সার্ভিস (এআইএস)

এসি