ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন ড. সালেহীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ১ মে ২০২০ শুক্রবার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে একই  মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে সচিবের দায়িত্বে থাকা মো, সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এমবি//