আগামী বৃহস্পতিবার সারাদেশে অবস্থান র্কমসূচি পালন করবে বিএনপি
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে অবস্থান র্কমসূচি পালন করবে বিএনপি। সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর ঘোষণা দেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। অপর এক অনুষ্ঠানে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি স্থগিত করে হাইকোর্টের দেয়া রায়ে সন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন- জাসাস।
এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম দফায় গ্যাসের মূল্যবৃদ্ধিই জনগনের পকেট কাটতে যথেষ্ট।
এদিকে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী। জানান, ২ মার্চ ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকটি বাম দলের ডাকা হরতাল কর্মসূচীতে হামলার নিন্দা জানান রিজভী।