ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

যুক্তরাজ্যে আরও ৬২১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩ মে ২০২০ রবিবার

করোনায় বিপর্যস্ত ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রথম সারিতে। ইতালি ও স্পেনের পরেই সবচেয়ে নাজুক অবস্থা ব্রিটিশদের। 

দেশটির সরকারে দেয়া তথ্যমতে, নতুন করে আরও ৬২১ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে প্রাণহানি বেড়ে ২৮ হাজার ১৩১ জনে পৌঁছেছে। যা মৃতের দিক দিয়ে তৃতীয় সর্বোচ্চ দেশ। অপরদিকে, আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ৮০৬ জন। মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে। 

প্রতিদিনিই হাজার হাজার মানুষ ভাইরাসটির কবলে পড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। 

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে কমিউনিটি সেক্রেটারি রবার্ট জেনরিক জানান, ‘গতকাল যুক্তরাজ্যে এক লাখ ৫ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।’

সরকারের পরিকল্পনা অনুযায়ী যা অব্যহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। 

প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। 

সূত্রঃ আল জাজিরা

এআই/এসএ/