ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে হামলায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ পিএম, ৪ মে ২০২০ সোমবার

জম্মু ও কাশ্মীরে হান্ডওয়ারায় সিআরপিএফ এর টহলদারী বাহিনীর ওপর হামলায় অন্তত তিনজন জওয়ান নিহত, আহত ৭ জন। শনিবার কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তা বাহিনীর, সেই সংঘর্ষে প্রাণ হারান দুজন সেনা আধিকারিক সহ ৫ জন নিরাপত্তা বাহিনীর কর্মী। 

সূত্রের খবর, সিআরপিএফ বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা এবং ব্যাপক গুলিবর্ষণ করে। জঙ্গিদের হামলার পাল্টা জবাব দেয় সিআরপিএফ, এলাকায় পৌঁছেছে অন্যান্য বাহিনীও। এক সিআরপিএফ আধিকারিক বলেন, “গুলির লড়াই চলছে। আমাদের কয়েকজন আহত হয়েছেন”। 

শনিবারের গুলির লড়াইয়ে, যে পাঁচজন প্রাণ হারান, তাঁদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর দুজন পদস্থ আধিকারিক, একজন কর্নেল, একজন মেজর।জঙ্গিরা যাঁদের ওপর গুলি চালায়, তাঁদের মধ্যে রয়েছেন একজন পুলিশ আধিকারিক, তিনিও ছিলেন পাঁচজনের দলে।

উত্তর কাশ্মীরের হান্ডওয়ারায় সন্ত্রাসদমন বাহিনী, স্বশ্বস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ বাহিনী অভিযান চালায় বলে জানান এক আধিকারিক, পাশাপাশি তিনি আরও জানান, বহু নাগরিককে উদ্ধার করে পাঁচজনের দল।

এসি