ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বৈশাখ মাসে গাছে যত্ন 

একুশে টেলিভিশন লিমিটেড

প্রকাশিত : ০৩:৩৩ এএম, ৬ মে ২০২০ বুধবার

বৈশাখ বাংলা বছরের প্রথম মাস এই মাসেই শুরু হয় আর একটি নতুন বছরের সূচনা। গতবছরের সব অসফলতা দূর করে আমাদের প্রত্যাশা নতুন বছরটি যেন সবার জীবনে হাসি, আনন্দ, সফলতা, উচ্ছ্বাস আর সমৃদ্ধি বয়ে আনে।ফল চাষীরা বাগানে যাবে নতুন উদ্যেমে।   জেনে নেই 
এই মাসে আম গাছে মাছি পোকার আক্রমন হতে পারে,  সেই দিকে খেয়াল রাখতে হবে।  মাছি পোকা দমনের জন্য বিষটোপ বেশ কার্যকর।  তার পরও যদি প্রয়োজন মনে করেন ,ওসুধ হিসেবে ব্যবহার করতে পারেন  এসিমিক্স ডিপটরেক্স, ডারসবান, ডেনকাভেপন সামান্য পরিমাণ দিলে উপকার পাওয়া যায়। 
এ সময় কাঁঠালের  নরম পঁচা রোগ দেখা দিতে পারে। যদি আপনার এলাকায় এ রোগের প্রাদুর্ভাব থাকে তাহলে  রোগ দেখা দেয়ার আগেই নিউবেন ৭২ ডব্লিউপি  ফলিকুল ০.০৫% হারে বা ইন্ডোফিল এম-৪৫ বা রিডোমিল এম জেড-৭৫ প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম হারে মিশিয়ে ৩ বার স্প্রে করতে হবে ,
বৃক্ষ জাতীয় গাছের ভালো ফলনের জন্য  প্রয়োজনীয় যত্ন নিতে হবে। আগাছা দমনসহ মাতৃগাছের যথেষ্ট পরিচর্যা করতে হবে।  প্রয়োজনীয় সেচ দিলে ভালো ফলাফল পাওয়া যাবে।
সামনের মৌসুমে গাছ লাগানোর জন্য জমি এখন নির্বাচন করে বাগানের নকশা ও প্রাথমিক কাজগুলে করে রাখতে হবে
সূত্র-কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
এস ইউ এ