ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১১ পিএম, ২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

বর্তমান নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে বর্তমান নির্বাচন কমিশনের বিভিন্ন সীমাবদ্ধতা ও সম্ভাবনার দিকগুলো। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, কথা ও কাজে মিল রেখে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা বর্তমান কমিশনের প্রাথমিক ও প্রধান দায়িত্ব হওয়া উচিত। এছাড়া, কমিশনকে শক্তিশালী করার স্বার্থে কর্মকর্তাদের ক্যাডার সার্ভিসের আওতায় আনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। নির্বাচনকালীন বিরোধী দ্রুত নিস্পত্তির পরামর্শ দেন সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। নিরপেক্ষ নির্বাচন অনেকটাই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে বলে মন্তব্য করেন কেউ কেউ। বক্তারা বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকবেলা করে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দিতে প্রয়োজন সব দলের সমান সুযোগ নিশ্চিত করা।