রাজবাড়ীতে হোটেল শ্রমিকদের মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
রাজবাড়ীতে করেনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া জেলার সকল হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদের উৎসব ভাতার দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
বুহস্পতিবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে হোটেল শ্রমিকরা করেন, ২৫ শে রমজানের মধ্যে তাদের বকেয়া বেতন ও পবিত্র ঈদ উল ফিতরের উৎসব ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসুচি দেবেন। করোনা ভাইরাসের কারণে হোটেল বন্ধ হয়ে যাওয়ায় ২৪ মার্চ থেকে তারা কোন বেতন পান না। বেতন ও উৎসব ভাতার দাবীতে হোটেল মালিককে চিঠি দিয়েও কোন প্রতিকার পাননি।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্ঠা রবিউল আলম মিনু, সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কালাম শিকদারসহ কয়েকশ শ্রমিক।
আরকে//