ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

হাতিয়ায় চাল আত্মসাৎ, ইউপি সদস্যসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ইউপি সদস্যসহ আটক ২ জন

ইউপি সদস্যসহ আটক ২ জন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ত্রাণের ১৬ বস্তা চাল আত্মসাতের অভিযোগে চরকিং ইউনিয়নের জনতা বাজারে ১৬ বস্তা ত্রাণের চাল উদ্ধার ও সহযোগীসহ এক ইউপি সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সারোয়ার সালাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মুদি দোকানের পিছন থেকে ওই চাল উদ্ধার করেন। 

এ সময় সরকারি চাল আত্মসাৎ ও মজুদের অভিযোগে উদ্ধার করা চালসহ দুইজনকে আটক করে উপজেলা সদর ওচখালীতে নিয়ে আসেন। 

আটক ইকবাল হোসেন চরকিং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। তার সহযোগী আটক ইউছুফ একই এলাকার আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

এ ব্যাপারে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, চাল আত্মসাতের ঘটনায় ইকবাল ও তার সহযোগীর বিরুদ্ধে থানায় ত্রাণের চাল চুরির মামলার হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএস/