এবার ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২১ পিএম, ৯ মে ২০২০ শনিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত। ট্রাম্পের ব্যক্তিগত পরিচারকের পর ইভাঙ্কার সহকারীর আক্রান্তের খবরে গোটা হোয়াইট হাউসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর সিএনএন’র।
জানা যায়, কয়েক সপ্তাহ ধরে ইভাঙ্কার সংস্পর্শে আসেননি ঐ সহকারী। প্রায় দুই মাস ধরে টেলিকনফারেন্সে কাজ করে যাচ্ছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার করোনা পরীক্ষা করা হয় এবং পজিটিভ আসে। এই খবর প্রকাশের পর শুক্রবার ইভাঙ্কা ও তার স্বামী জেরাড কুশনারের করোনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে মাইক প্রেন্সের প্রেস সচিব কেটি মিলারের করোনা আক্রান্তের খবর জানিয়েছেন ট্রাম্প নিজেই। কেটি ট্রাম্পের এক উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তবে ট্রাম্প ও মাইক পেন্স কেউই সম্প্রতি কেটির সংস্পর্শে আসেননি বলে দাবি করেছে হোয়াইট হাউজ।
উল্লেখ্য, মাত্র এক দিন আগেই ট্রাম্পের একজন ব্যক্তিগত কর্মীর আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়। এ কারণে প্রতিদিন ট্রাম্প ও পেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পরপর দুইজন করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর হোয়াইট হাউজে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই।
এমএস/