ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

রাশিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৫৬ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার

রাশিয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জেফ সেশনস। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলায়েকের সঙ্গে দুইবার দেখা করার অভিযোগ ওঠে জেফ সেশনের বিরুদ্ধে। তবে ট্রাম্প প্রশাসনে দায়িত্ব নেবার সময় এ কথা জানাননি তিনি। এই ঘটনায় তার পদত্যাগ দাবি করেন ডেমোক্র্যাট নেতারা। বিষয়টি নিয়ে এফবিআইএ’র তদন্তের স্বার্থে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জেফ সেশনস। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, গেলো ডিসেম্বরে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারেরও বৈঠক হয়েছে।