কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়া নিহত, ১৩টি দেশীয় অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার
প্রকাশিত : ০৬:০১ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:০১ পিএম, ৩ মার্চ ২০১৭ শুক্রবার
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী খুইল্যা মিয়া নিহত হয়েছে। এ’সময় ১৩টি দেশীয় অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এ’ ঘটনায় আহত হয়েছে পুলিশের সাত সদস্য।
মহেশখালী থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে মহেশখালীর কেরুনতলী পাহাড়ি এলাকায় একটি অস্ত্রের কারখানায় অভিযান চালাতে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়িরা গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে ওই কারখানার মূলহোতা অস্ত্র ব্যবসায়ী ও চিহ্নিত ডাকাত খুইল্যা মিয়াকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। পরে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুইল্যা মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে।