বিএসএমএমইউ’র ভিসি করোনায় আক্রান্ত নন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩০ এএম, ১২ মে ২০২০ মঙ্গলবার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে যে খবর বেরিয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যার সুস্থ রয়েছেন। স্যার করোনাভাইরাস আক্রান্তও নন। উপাচার্য মহোদয়ের কোনো নমুনাও পরীক্ষা করা হয়নি।
প্রশান্ত বলেন, ওই সংবাদটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওই পত্রিকা স্যারের কাছে ক্ষমা চেয়েছেন। পরে তা তুলে নিয়েছে।
এই ধরনের খবরকে ‘বিভ্রান্তিকর’ বলছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা।
অধ্যাপক কনক কান্তি বড়ুয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন বলে একটি ইংরেজি দৈনিক খবর প্রকাশ করেছিল।
এমবি//