করোনায় আক্রান্ত রুশ প্রেসিডেন্টের মুখপাত্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৩ মে ২০২০ বুধবার
দিমিত্রি পেসকভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ নিজেই করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। পেসকভ বলেছেন, আমি অসুস্থ হয়ে পড়েছি এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এমন সময় পেসকভের অসুস্থতার খবর এলো যখন গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আরও প্রায় ১১ হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের পর রাশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে। আক্রান্ত বেশি হলে রাশিয়ায় মৃত্যুহার কম। এ পর্যন্ত দুই হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
রুশ প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে লকডাউন শিথিলে ঘোষণা দিয়েছেন।
এমবি//