ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

জার্মানি থেকে ইরানে পৌঁছেছে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

জার্মানি থেকে ইরানে ৯৬ টন চিকিৎসা সরঞ্জাম পৌঁছেছে। ইরানের বাজারগান কাস্টমস অফিসের প্রধান সাদেক নামদার আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারি সু সীমান্ত দিয়ে এসব চিকিৎসা সামগ্রী ইরানে পৌছায়।

সাদেক নামদার জানান, জার্মানি থেকে মোট ৯৫ হাজার ৯১৯ কেজি চিকিৎসা সরঞ্জাম এসেছে যার মধ্যে রয়েছে ল্যাবরেটরির যন্ত্রপাতি ও হেমাটোলজি মেশিনসহ নানা ধরনের আধুনিক চিকিৎসা সরঞ্জাম।

ইরানের এ কর্মকর্তা জানান, পাঁচটি ট্রাকে করে এসব চিকিৎসা সামগ্রী এসেছে যার মূল্য সাত লাখ ৪৯ হাজার ইউরো। সাদেক নামদার বলেন, জার্মানি থেকে কেনা চিকিৎসা সামগ্রীর প্রথম চালান ৫০ দিন আগে ইরানে পৌঁছায়। ওই চালানে ২৬ চিকিৎসা সরঞ্জাম ছিল। সূত্র: পার্সটুডে

এসি