ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

করোনা উপসর্গে মৃত্যু, সড়কের পাশে মরদেহ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার

দিনাজপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে (৪৮) অজ্ঞাতনামা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল লাশ, করোনার ভয়ে ধারে কাছে আসেনি কেউ। 

আজ শুক্রবার সকাল থেকে হিলি জয়পুরহাট সড়কের গোড়স্থান নামক সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন জানান, ‘সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ওই ব্যক্তি কান পরিস্কারের কাজ করতো ও মাদকসেবী ছিল। কিছুদিন ধরে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে গোরস্থানের পাশের একটি দোকানের বারান্দায় রাত্রিযাপন করতো। সম্প্রতি শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। আজ সকালের কোন এক সময়ে মারা যান। তবে, এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।’ 

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নমুনা সংগ্রহ করা হবে। একইসঙ্গে ময়নাতদন্ত শেষে স্বজন না পাওয়া গেলে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

এআই//