ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফা কৃষক নির্বাচন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৬ মে ২০২০ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য দ্বিতীয় দফায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্দ্যেগে আয়োজিত বোরো ধান আবাদি কৃষকদের তালিকা হতে লটারির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ সুলাইমান মিয়া, প্রেসক্লাব সহসভাপতি আক্তার হোসেন ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে ৩৭১ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৭৪২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, প্রথম দফায় লটারির মাধ্যমে উপজেলার ১ হাজার ১১৩ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে দুই হাজার ২২৫ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

এনএস/