ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০ এএম, ১৮ মে ২০২০ সোমবার

আজ ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। প্রতিবছরের মতো এবারও যথাযথ গুরুত্বের সঙ্গে সারাবিশ্বের জাদুঘরগুলো উদযাপন করবে দিবসটি। তবে করোনা ভাইরাসজনিত রোগের (কভিড-১৯) বৈশ্বিক মহামারির পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জাদুঘরগুলোও ডিজিটাল পদ্ধতিতে এবার এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে। 

বাংলাদেশে দিবসটি উপলক্ষে জাতীয় জাদুঘর তাদের ওয়েবসাইটে দুটি বিশেষ ই-ক্রোড়পত্র প্রকাশ করছে। একটি ই-ক্রোড়পত্রে থাকছে জন্মশতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। স্মারক হিসেবে জাতীয় জাদুঘরে সংগৃহীত জাতির পিতার স্মৃতি নিদর্শনের আলোকচিত্র। অন্য ই-ক্রোড়পত্রে থাকছে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সচিব, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও মহাপরিচালকের শুভেচ্ছা বাণী এবং জাদুঘরের মহাপরিচালকের লেখা জাদুঘর বিষয়ক প্রবন্ধ।

জাদুঘরসমূহের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘International Council of Museums (ICOM)’ দিবসটি পালন উপলক্ষে এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে ‘Museum for Equality: Diversity and Inclusion’ অর্থাৎ ‘সাম্যের জন্য জাদুঘর: বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’।

আগ্রহী নাগরিকরা ঘরে বসেই দু’টি বিশেষ ই-ক্রোড়পত্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি (www.vt.bnm.org.bd) পরিদর্শন করে নিজেকে জাদুঘরের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে পারবেন।

এসএ/