ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবীসহ আক্রান্ত আরও ৪ জন 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৮ মে ২০২০ সোমবার

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহকারী স্বেচ্ছাসেবীসহ নতুন করে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮২ জনে দাঁড়িয়েছে। এছাড়া দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় আরও চারজনের করোনা পজিটিভ এসেছে।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘রোববার যে চারজনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে একজন স্বেচ্ছাসেবী হিসেবে নমুনা সংগ্রহে সহযোগিতা করে আসছিলেন। বাকি তিনজন ঢাকা থেকে বাড়িতে ফেরা। তাদের সদর হাসপাতালের আইসোলেশনে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’

রোববার বেলা তিনটার দিকে জেলা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, ‘মোট ২৬টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। তাদের মধ্যে চারজনের করোনা পজিটিভ, বাকি ২২ জনের নেগেটিভ এসেছে। নতুন আক্রান্তরা সবাই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার চুয়াডাঙ্গা থেকে মোট ৪৪টি নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলা থেকে এ পর্যন্ত মোট ৭৮২ নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। ফলফল হাতে পৌঁছেছে  ৬১৯টির।

এআই//