শার্শায় এমপির ডিমের গোডাউন থেকে ১৪ লাখ টাকা চুরি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৮ মে ২০২০ সোমবার
যশোরের শার্শার সংসদ সদস্যের ডিমের গোডাউনে গত শনিবার (১৬ মে) গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। এতে ক্যাশে থাকা ১৪ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
শার্শার নাভারনের আফিল পোল্ট্রি ফার্মের গোডাউন ইনচার্জ আক্তারুজ্জামান জানান, ‘শনিবার গভীর রাতে কোন এক সময় পিছনের জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে চোরেরা। এ সময় অফিস রুমের ক্যাশে থাকা ১৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। রোববার সকালে অফিস খুলেই তারা বিষয়টি জানতে পারেন। পরে শার্শা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের আটক করা হবে।’
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শার্শার নাভারন বাজারে গত ২ বছর যাবত বিভিন্ন অফিস ও দোকানে চুরি সংগঠিত হয়ে আসছে। চুরির সাথে জড়িতরা চিহ্নিত হলেও অজানা কারণে রেহাই পেয়ে যাচ্ছে। নাভারনের কাজিরবেড় গ্রামের এক চোর সিন্ডিকেট নাভারন বাজারসহ আশেপাশের চুরির ঘটনায় জড়িত রয়েছে। এর আগেও বড় বড় চুরির ঘটনায় তারা আটক হয়েছিল।
এআই//