ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ১২:২২ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মামাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত মো. সুজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুনের ঘটনায় গ্রেফতারকৃত সুজনের দেওয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ‘ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশিয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক এএসআইসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন ‘ এ ঘটনায় পুলিশ ৩৩ রাউন্ড গুলি ছুঁড়ে বলে জানান তিনি।
এআই//