রাজবাড়ী জেলার কৃষকরা পিঁয়াজ, রসুন ও ডাল চাষের দিকে ঝুঁকেছেন
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ৫ মার্চ ২০১৭ রবিবার
বাজার দর বেশি হওয়ায় রাজবাড়ী জেলার কৃষকরা পিঁয়াজ, রসুন ও ডাল চাষের দিকে ঝুঁকেছেন। বিনা চাষে রসুন আবাদ কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মসুর ডালের চাষ হয়েছে ১১ হাজার ১শ’ ৪৫ হেক্টর জমিতে। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সহায়তায় শতরূপা দত্তের রিপোর্ট।
কম খরচে বেশি লাভ হওয়ায় পিঁয়াজ চাষে আকৃষ্ট হচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। এবছর পিঁয়াজ বীজ উৎপাদন হয়েছে ৩’শ ৯৭ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ৬৯ হেক্টর বেশি।
কৃষকরা জানান, পিঁয়াজ বীজ উৎপাদনে যে খরচ হয় তা পিঁয়াজ বিক্রি করে উঠে আসে। বীজের উচ্চমুল্য থাকায় তা অন্য ফসলের চেয়ে লাভজনক।
এদিকে, জমি চাষাবাদ না করেই রসুন চাষ করে প্রায় দ্বিগুণ ফলন পাচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। কৃষি কর্মকর্তা জানান, সামান্য কাদার উপর রসুন লাগালে উৎপাদন খরচ কম হয় ও ফলন বাম্পার হয়। এ পদ্ধতিতে চলতি বছর ৩০-৩৫ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে।
ডাল চাষেও বেশী লাভ পাওয়ায় এবছর রাজবাড়ীতে মসুর ডালের আবাদ বেশি হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট বিভাগ সহায়তা করলে পিঁয়াজ, রসুন ও ডাল চাষে কৃষকরা আরো বেশী আগ্রহী হবে বলে জানান এলাকাবাসী।