ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

অধ্যাপক মজিবর রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সচিবের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিতের সাবেক অধ্যাপক মজিবর রহমান দেবদাস এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করোন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, 'বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মজিবর রহমান দেবদাস ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত মেধাবী একজন মানুষ। স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী দ্বারা নির্মম নির্যাতনে মানসিক ভারসাম্য হারানো মহান এ মুক্তিযোদ্ধাকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যথাযথ সম্মান দেখিয়ে ২০১৫  সালে একুশে পদকে ভূষিত করে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সহিত স্মরণ করবে।'

অন্য এক শোকবার্তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি অধ্যাপক মজিবর রহমান দেবদাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যাপক মজিবর রহমান দেবদাস (৯০) আজ ভোর ৪টায় জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের মহুরুল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

এসি