ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

একুশে টেলিভিশনে হাতিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৫ এপ্রিল ২০১৭

একুশে টেলিভিশনে আজ প্রচার শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিংকৃত আলোচিত ড্রামা সিরিয়াল ‘হাতিম’।

৫টি ভাষায় রূপান্তরিত ড্রামা সিরিয়াল ‘হাতিম’ এর গল্পসূত্র শুরু হয়েছে ইয়েমেনের রাজার পুত্রের জন্মের মাধ্যমে। যার নাম হাতিম আল তায়ি। তিনি ছিলেন তায়ি গোত্রের একজন আরব খ্রিষ্টান কবি এবং সাহাবী আদি ইবনে হাতিম এর পিতা। দানশীলতার জন্য তিনি প্রবাদপুরুষে পরিণত হন এবং বর্তমান সময়েও কারো দানশীলতাকে তার সাথে তুলনা করা হয়। ড্রামা সিরিয়ালটিতে হাতিমের পূর্ব পুরুষ এবং হাতিমের নিজের দুঃসাহসিক বিভিন্ন অভিজানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।  ড্রামা সিরিয়াল ‘হাতিম’ আজ ১১নভেম্বর থেকে প্রতিদিন রাত ৮টা ৩০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি