ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইফতার কখন করবো

প্রকাশিত : ১০:০৭, ৭ মে ২০১৯ | আপডেট: ১৬:২৫, ৮ মে ২০১৯

ইফতারের অর্থ রোযা ভঙ্গ করা। অর্থাৎ রোযাদার ব্যক্তি সূর্য অন্তের পর যে পানাহার করে তাকে ইফতার বলে। ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত, যখন নিশ্চিতরূপে জানতে পারবে যে, সূর্য ডুবে গেছে তখনই ইফতার করতে হবে।

বিলম্বে ইফতার করা উচিত নয়। নক্ষত্রের আলো প্রকাশ পাওয়া পর্যন্ত বিলম্ব করে ইফতার করলে মাকরূহ হবে। নবী করীম (সা.) বলেন, মানুষ কল্যাণের সঙ্গে থাকবে যতদিন সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করবে। (বুখার, মুসলিম)

ইফতারের জন্য নিয়ত শর্ত নয়। ইফতারের সময় দোয়া পড়া মুস্তাহাব কিন্তু শর্ত নয়। যদি কেউ দোয়া না পড়ে ইফতার করে তবু তার রোযা হয়ে যাবে। এতে দোষের কিছু নেই।

খেজুর বা খুরমা দিয়ে ইফতার করা মুস্তাহাব। তা না হলে পানি দিয়ে ইফতার করা মুস্তাহাব। নবী করীম (সা,) স্বয়ং এসব দিয়ে ইফতার করতেন।

তথ্যসূত্র : মাওলানা মোফাজ্জল হকের রোজা ইতিকাফ ফিদইয়া ফিতরা গ্রন্থ থেকে

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি