ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পালিত হচ্ছে লক্ষ্মীপূজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২০ অক্টোবর ২০২১ | আপডেট: ০৯:১৭, ২০ অক্টোবর ২০২১

বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী লক্ষ্মীপূজা। 

বুধবার দিনভর রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরান ঢাকার শাঁখারিবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে।

সনাতন ধর্মের বিভিন্ন আচার, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে লক্ষ্মীপূজা।  

শাস্ত্রমতে, লক্ষ্মী ধনসম্পদ তথা ঐশ্বর্যের দেবী। এছাড়াও উন্নতি, আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস ও সৌন্দর্যের দেবীও তিনি। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মীপূজা উদযাপন করে থাকে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি কোজাগরি লক্ষ্মীপূজা নামেও পরিচিত। শারদীয় দুর্গাপূজার পর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এই পূজা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি