ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

শেরপুরের গারো পাহাড়ে খ্রীষ্টানদের দুই দিনের তীর্থোৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৭ অক্টোবর ২০২৩

শেরপুরের গারো পাহাড়ে শুরু হয়েছে খ্রীষ্টানদের দুই দিনের ২৫তম তীর্থোৎসব।

প্রথম দিন রাতে আলোর শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রায় অর্ধলক্ষ খ্রীষ্ট ভক্ত মোমবাতি জ্বালিয়ে আলোর শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি প্রায় দুই কিলোমিটার পাহাড়ি পথ পারি দেয়। এর আগে বিকেলে পাপ স্বীকার সংস্কার ও খ্রীষ্টজাগ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের মেঘালয় রাজ্যের ফাদার টমাস মানখিন এবং বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পনেন পল কুবি।

সকালে জীবন্ত ক্রুশের পথে ও মহাখ্রীষ্ট জাগের মধ্য দিয়ে শেষ হবে তীর্থের কাজ।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি