ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৪৪৬ হজযাত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২৫ মে ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৪১ হাজার ৪৪৬ জন হজযাত্রী। এ বছর হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ করতে গিয়ে মোট পাঁচজন হজযাত্রী মারা গেলেন।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে দেয়া তথ্যে জানা যায়, শুক্রবার (২৪ মে) রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৪৪৬ জন হজযাত্রী। মোট ১০৪টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। 

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৬৯৯ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। 

তথ্যমতে, এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে, বৃহস্পতিবার (২৩ মে) মদিনায় মারা যান মুর্তাজুর রহমান খান (৬৩) নামে ও এক বাংলাদেশি। এ নিয়ে হজ করতে গিয়ে মোট পাঁচজন হজযাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় তিনজন এবং মদিনায় দুইজন। চলতি হজ মৌসুমে গত ১৫ মে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে মারা যান মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি