ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হজে ৪৯ তিউনিসিয়ানের মৃত্যুতে মন্ত্রীকে বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২২ জুন ২০২৪

হজে সৌদি আরবের মক্কায় রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনায় দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন। হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট। এরপরই তিনি ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেন।

শুক্রবার (২১ জুন) প্রেসিডেন্ট অফিস এ তথ্য জানিয়েছে। 

গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। এছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন তাদেরকে খুঁজে বেরাচ্ছে পরিবার। 

এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন। 

শুধু মিশর কিংবা তিউনিসিয়ার নয় এবারের হজে বিশ্বের অনেক দেশের হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর অন্যতম কারণ ছিল অসহনীয় তাপমাত্রা। এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করে। 

এ বছর পবিত্র নগরী মক্কায় প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করেন। গত শুক্রবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছিল। 

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি