ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

নারী হজ যাত্রীদের জন্য সৌদির ৯ নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:৫৩, ৮ ডিসেম্বর ২০২৪

নারী হজযাত্রীদের জন্য ৯টি নির্দেশনা জারি করেছে সৌদি আরব। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ আরামদায়ক ও সম্মানজনকভাবে পরিদর্শনে এ নির্দেশনা জারি করেছে।

এ খবর দিয়েছে গালফ নিউজ।

ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ এক্স পোস্টে এ নির্দেশনা শেয়ার করে। এসব নির্দেশনা নারীদের নামাজের স্থানগুলোতে মেনে চলতে বলা হয়েছে।  

নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচারণ করা, ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা এবং নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। 

এছাড়া নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নের ওপর জোর দেয়া হয়েছে। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা এবং জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা। 

হজ যাত্রী নারীদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখতে বলা হয়েছে।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি