ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাদিসের অপব্যাখ্যা রোধে ব্যবস্থা নিচ্ছে সৌদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ২৩:৩১, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হযরত মোহাম্মদ (স.) এর বাণী (হাদিস) ব্যবহার করে কোনো জঙ্গী গোষ্ঠী যেন সন্ত্রাসবাদকে বৈধতা দিতে না পারে এজন্য সৌদি সরকার নতুন ধর্মীয় কর্তৃপক্ষ গঠন করেছে

বাদশাহ সালমান পবিত্র মদিনা নগরী থেকে এ ফরমান ঘোষণা করেন। বিশ্বের নামকরা ইসলামী চিন্তাবিদদের এই প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে বলেও জানান তিনি।

দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, সহিংসতা এবং অপরাধের পক্ষে সাফাই হিসেবে যেসব ভুয়া ইসলামী লেখার বরাত দেয়া হয়, সেগুলো নির্মূল করাই হবে এই প্রতিষ্ঠানের কাজ।

উল্লেখ্য, আল কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গী গোষ্ঠীগুলো নবী মোহাম্মদ (স.) এর হাদিস এবং অন্যান্য ধর্মীয় লেখার অপব্যাখ্যা করে তাদের কার্যক্রমের যৌক্তিকতা তুলে ধরেন।

মোহাম্মদ (স.) এর যেসব বাণী সংকলন করা হয়েছে, সেগুলি `হাদিস` হিসেবে পরিচিত। ইসলামে কোরআনের পর এই হাদিসকেই বিভিন্ন বিষয়ে ধর্মীয় নীতি বা ব্যাখ্যার জন্য নির্ভরযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করা হয় ।

সৌদি কর্তৃপক্ষ মনে করছে, জঙ্গী গোষ্ঠীগুলো যেভাবে হাদিসের অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাসবাদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে সেটা বন্ধে কার্যকর ব্যবস্থা দরকার।

সূত্র: বিবিসি।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি