ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

পোপ ফ্রান্সিস সোহরাওয়ার্দী উদ্যানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিষ্টধর্মীয় উপাসনা এবং যাজক অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন পোপ ফ্রান্সিস। সারাদেশ থেকে  প্রায় আশি হাজার রোমান ক্যাথলিক উপানায় অংশ নেন।

পোপের আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে আইন শৃঙ্খলা বহিনীর ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করছে।

এ সমাবেশে বাংলাদেশের মানুষ ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করবেন পোপ। এছাড়া যিশুর অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি।

বাংলাদেশে আসার আগে মিয়ানমারেও একই ধরনের মুক্ত প্রার্থনা-সভায় পৌরহিত্য করেন পোপ। এ সময় তিনি সকল মানুষের মুক্তির জন্য  শান্তির পথে আসার আহ্বান জানান।

 

টিআর/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি