যে কারণে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করেননি পোপ
প্রকাশিত : ১৫:২৮, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ৩ ডিসেম্বর ২০১৭
মিয়ানমার সফরকালে ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করেন নি রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। কেনো তিনি এই শব্দটি এড়িয়ে গেলেন তা নিয়ে বহু জল্পনা কল্পনা ছিলো। অবশেষে পোপ নিজেই বিষয়টি পরিস্কার করলেন। গতকাল শনিবার বাংলাদেশ সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সংবাদকর্মীদের নিজের অবস্থানের ব্যাখ্যা দেন তিনি। `রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করে মিয়ানমারে তিনি আলোচনার বন্ধ করতে চাননি বলেই শব্দটি ব্যবহার করেননি।
পোপ ফ্রান্সিস জানান, আত্মতুষ্টি নয়, সংলাপের মাধ্যমে সংকট নিরসন চান বলেই রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেন, আমি জানি আমি যদি বক্তৃতায় ওই শব্দটি ব্যবহার করতাম, তারা (মিয়ানমার সরকার) হয়তো আমাদের মুখের ওপরই দরজা বন্ধ করে দিতো। কিন্তু আমি পরিস্থিতি, অধিকারের বিষয়গুলো বর্ণনা করেছি। নাগরিকত্বের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিৎ নয়। এর ফলে আমি ব্যক্তিগতভাবে আলোচনার সুযোগ পেয়েছি।
সূত্র : সিএনএন
/এমআর