ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাইবেল

জগত আলোকিত হোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:২৫, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যীশু জগতের আলো। বিশ্বের কোটি কোটি খ্রিষ্টধর্ম বিশ্ববাসীর এটাই বিশ্বাস। যীশু ধর্মের জন্যে, সত্যের জন্যে, মানুষের কল্যাণের জন্যে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ছোঁয়ায় অসুস্থ সুস্থ হয়েছে, অন্ধ পেয়েছে দৃষ্টিশক্তি, নিষ্প্রাণ পেয়েছে প্রাণ।

যীশু ছিলেন বিশ্বজনীন মমতার মূর্ত প্রতীক। মানুষের পরিত্রাণের জন্যে যীশুর ভালোবাসার দলিল হচ্ছে পবিত্র বাইবেল। পবিত্র বাইবেলে রয়েছে এক শাশ্বত অনুসরণ, ঈশ্বরের উপাসনা কর, সৃষ্টির সেবা কর আর অপেক্ষা কর যীশুর পুনরাগমনের।

[যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটির ইংরেজি অনুবাদ The Holy Bible, New International Version থেকে কিছু বাণীর সরল বাংলা মর্মার্থ হচ্ছে বাইবেল কণিকা]

১) আমি ছাড়া আর কোনো ঈশ্বর নাই।

আমিই ন্যায় বিচারক এবং ত্রাণকর্তা।

পৃথিবীর মানুষেরা আমার দিকে প্রত্যাবর্তন কর,

তোমরা পরিত্রাণ পাবে। কারণ আমিই একমাত্র ঈশ্বর,

আর কোনো উপাস্য নাই। [ইশাইয়া ৪৫:২১-২২]

সূত্র: কোয়ান্টাম কণিকা

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি