ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অফিস ভাউচারের মাধ্যমে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অফিসে কর্মরত অনেকেই অফিসের কাজে বাইরে বের হয়ে যাতায়াতের জন্য বেশি টাকার ভাউচার করেন। প্রয়োজনীয় অর্থের বাইরে অতিরিক্ত ব্যয় দেখিয়ে বেশি টাকা অফিস থেকে নেয়া কি ইসরামের দৃষ্টিতে জায়েজ?

একটি উদাহরণ দিয়ে বললে বিষয়টি আরও খোলাসা হবে। ধরেন কেউ মিরপুরের অফিস থেকে বের হলো ফার্মগেট আসবে বলে। সে পাবলিক বাসে ২০ টাকা দিয়ে ফার্মগেটে আসলেন। অফিসে গিয়ে তিনি ২০০ টাকা সিএনজি চালিত অটোরিক্সার বিল করে দিলেন।

অফিসও তার বিলের টাকা পরিশোধ করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে-তার এই বিলের টাকা নিজের পকেটে নেয়াটা ইসলাম সম্মত কি না?

একুশে টেলিভিশনের ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স জামে মসজিদের খতীব মুহাদ্দিস কাজী মু. শরীফ উল্লাহ। ভিডিওতে দেখুন বিস্তারিত।

 

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি