সরকারি উদ্যোগে নির্মাণ হবে ৫৬০ মডেল মসজিদ
প্রকাশিত : ১২:০৫, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৩৪, ৪ এপ্রিল ২০১৮
দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আধুনিক স্থাপত্য সৌন্দর্যের এসব মসজিদ নির্মাণ করা হবে। ধর্ম মন্ত্রণালয়, ইসলামী ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এই পুরো কাজের সমন্বয় করছে।
প্রথম পর্বে আগামী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, রংপুর, সিলেট, বরিশাল, গোপালগঞ্জসহ ১০ জেলায় অত্যাধুনিক মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, সুপরিসর এসব মসজিদে শুধু নামাজ পড়া নয়, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সেমিনার কক্ষ ও পাঠাগার থাকবে। মহিলাদের আলাদাভাবে নামাজ পড়ার বিশেষ ব্যবস্থাও থাকছে।
এই ধরণের মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ধারণা মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, আমেরকিাসহ বিভিন্ন দেশে রয়েছে। বাংলাদেশে এই ধরণের উদ্যোগ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সুখবর ও আনন্দদায়ক বলেই মনে করেন ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ তারেক।
একে// এআর