ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দেশজুড়ে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ৬ অক্টোবর ২০১৮

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দেশজুড়ে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ী, মেহেরপুর, সিরাজগঞ্জ ও গাইবান্ধার কারিগররা। তবে ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন তারা। এদিকে, পূজা নির্বিঘœ করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

দুর্গোৎসব সামনে রেখে নিপুন হাতে তৈরি হচ্ছে দেবী দূর্গা, স্বরসতী, লক্ষ্মী, গনেশ, কার্তিকসহ বিভিন্ন প্রতীমা।

এবার মেহেরপুরের তিন উপজেলায় ৪৫টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা সম্পন্ন করার আশা করছেন কমিটির নেতারা।

এদিকে, রাজবাড়ীতে প্রতিমা তৈরি এখন শেষের দিকে। রংয়ের কাজ করার প্রস্তুতি নিচ্ছেন কারিগররা।

তবে কারিগরদের অভিযোগ, দিন-রাত পরিশ্রম করলেও কাজের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না তারা।

সিরাজগঞ্জে এগিয়ে চলেছে প্রতীমা তৈরির কাজ। জেলায় ৫০৫ টি পুজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা।

গাইবান্ধায় সুষ্ঠু ও নিরাপদে পুজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।

১৪ অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি