ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় বৌদ্ধ বিহারে প্রার্থনা

প্রকাশিত : ২০:০৬, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:১২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চকবাজারে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় হতাহত জনসাধারণের মঙ্গলের জন্য ও পুণ্য দান করার মানসে ঢাকার মেরুল বাড্ডাস্হ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবারে এই প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকা আান্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো।

পুণ্যদান করেন বিবিএফ (বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন) এর জেনারেল সেক্রেটারী ভিক্ষু সুনন্দ প্রিয়, সভাপতি প্রকৌশলী ডিবি চৌধুরী বড়ুয়া, অর্থ সম্পাদক মি. উত্তম বড়ুয়া, মহিলা ও শিশু বিষয়ক সম্পাক মধুমিতা বড়ুয়া, বিবিএফ উইমেন্সের সভাপতি মাধুরী বড়ুয়া ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুব সভাপতি রাহুল বড়ুয়া প্রমুখ।

এসময় পরলোকে সকলের শান্তি ও আহত সকলের সুস্থতা কামনা করে পুণ্য দান করা হয়।

আআ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি