ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র শবে মেরাজ ২২ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

পবিত্র শবে মিরাজ আগামী ২২ মার্চ রবিবার দিবাগত রাতে পালিত হবে। আজ সোমবার বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে ১৪৪১ হিজরির রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২২ মার্চ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজ (মঙ্গলবার) জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২২ মার্চ পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি