ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

২০ আগস্ট পবিত্র আশুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৮, ১০ আগস্ট ২০২১

আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। সোমবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১১ আগস্ট বুধবার থেকে মুহাররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে পবিত্র আশুরা পালিত হবে ২০ আগস্ট।

সোমবার (৯ আগস্ট) সন্ধ‌্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মুসলিম উম্মাহর কাছে পবিত্র আশুরা (১০ মহররম) ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ ও পরিচিত। এদিন কারবালা প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হৃদয়বিধারক শাহাদাত বরণের ঘটনা ঘটে। তাছাড়া এদিন ঐতিহাসিক একাধিক ঘটনার কারণে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

১০ মহররম মহান আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি দিন। কেননা এ দিনে আল্লাহ তাআলা পৃথিবীর ঐতিহাসিক ঘটনাগুলো সংঘটিত করেছেন। এ দিনেই তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এবং এদিনেই কেয়ামত তথা মহাপ্রলয় সংঘটিত হবে। 

এদিনে নবী-রাসূলদের সময়ে অসংখ্য ঘটনা ঘটেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি