ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রতিবেশি কারা? কী বলে ইসলাম? (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ৬ এপ্রিল ২০২২

প্রতিবেশির পরিচয় কী, প্রতিবেশি কারা? এই প্রশ্নের উত্তরে কী বলে ইসলাম?

প্রতিবেশির আরবি জার। আরবি জার শব্দের অর্থ প্রতিবেশি। ইসলামে বলা আছে প্রতিবেশি তারাই যারা নিজের অবস্থানের আশেপাশে অবস্থান করে। সে বন্ধু হোক অথবা শত্রু হোক। সে মুসলাম হোক বা কাফের হোক, কৃতণ হোক বা দানশীর হোক, উপকারী বা অপকারী হোক। যাই হোক না কেনো সেই প্রতিবেশি। হযরত হাসান (রা:) বর্ণনা করেছেন যে নিজের অবস্থান থেকে ডান দিকে ৪০ ঘর, বাম দিকে ৪০ ঘর, সামনে ৪০ ঘর, পেছনে ৪০ ঘর এই পর্যন্ত যারা অবস্থান করবে তারাই প্রতিবেশি। বর্তমান যুগে বহুতল ভবনে অবস্থান করেন, ফ্ল্যাটে অবস্থান করেন তারাও এর আলোকেই প্রতিবেশির আওতার মধ্যে চলে আসবেন। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি