জাতীয় ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়
প্রকাশিত : ১৯:১৬, ২ মে ২০২২
আবহাওয়া অনুকূলে থাকলে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
তবে, আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত সম্ভব না হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হযেছে। জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় ও পঞ্চম ও সর্বশেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এসি