বেসরকারি হজ প্যাকেজ সর্বনিম্ন ৪ লাখ ৬৩ হাজার টাকা
প্রকাশিত : ১৪:১৮, ১২ মে ২০২২
বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করে সর্বনিম্ন মূল্যের প্যাকেজ ঘোষণা করেছে হজ এসেন্সিজ এসাসিয়েশন অব বাংলাদেশ হাব।
বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।
হাবের সভাপতি বলেন, এই প্যাকেজের মধ্যে কোরবানির খরচ অর্ন্তভুক্ত করা হয়নি। এজন্য হজ যাত্রীদের অতিরিক্ত আরও প্রায় ২০ হাজার টাকা ব্যয় করতে হবে।
তিনি বলেন, সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার থেকে এক হাজার ৫শ’ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
বাড়ি ভাড়া ও অতিরিক্ত চার্জের কারণে এবার হজের খরচ কিছুটা বেড়েছে বলে জানান হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।
যারা হজে যেতে ইচ্ছুক তাদের আগামী ১৮ই মের মধ্যে টাকা জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছে।
এর আগে বুধবার (১১ মে) সরকারিভাবে দুটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি।
এএইচ/