ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মিনায় সমবেত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৭ জুলাই ২০২২ | আপডেট: ১২:৫৭, ৭ জুলাই ২০২২

‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে শুক্রবার মক্কার ঐতিহাসিক আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এরই মধ্যে দুটুকরো সাদা ইহরাম কাপড় শরীরে পরে তাঁবুর শহর মিনায় সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

বুধবার মক্কা নগরী থেকে মুসল্লিরা আট কিলোমিটার দূরে বাসে করে ও হেঁটে মিনার উদ্দেশে রওনা করেন। 

বিশ্বের বৃহত্তম তাঁবুর শহর মিনায় বৃহস্পতিবার হজযাত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন স্ব স্ব তাঁবুতে। তবে, যাঁরা মসজিদে খায়েফ বা কুয়েতি মসজিদের আশপাশে অবস্থান করছেন, তাঁরা সেখানে গিয়ে জামাতেও শরিক হতে পারবেন। হজযাত্রীরা ১০, ১১ ও ১২ জিলহজ কোন পথে জামারাতে পাথর নিক্ষেপ করতে যাবেন, তার পথনির্দেশিকা অনুসন্ধান ছাড়াও পাশেই অবস্থিত মোয়াইসমে কোরবানির স্থান পরিদর্শন করতে পারবেন ২৫ নম্বর সড়ক ধরে এগিয়ে গেলেই।

এবার বাংলাদেশি হজযাত্রীদের বেশির ভাগ তাঁবুর অবস্থান মিনা ওয়াদি হাসপাতালের বাঁ-পাশে, ৬৮ নম্বর কিং ফাহাদ রোড ও ৬২ নম্বর রোডের মাঝামাঝি এলাকায়। এখান থেকে হজযাত্রীদের টিনশেড পথে আসা-যাওয়া অনেকটা সহজ হবে।

এবার আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দেবেন সৌদি আরবের রাজনীতিক এবং দেশটির সাবেক বিচারমন্ত্রী শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য তাঁকে নিযুক্ত করেন। শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল কারিম আল ঈসা বর্তমানে রাবেতা আল আলম আল ইসলামির সেক্রেটারি জেনারেল ও ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অরগানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় শোনা যাবে। হজের খুতবার বাংলা অনুবাদক হিসেবে মনোনীত হয়েছেন দুজন। তাঁরা হলেন—মোহাম্মদ শোয়াইব রশীদ ও তাঁর সহকারী খলিলুর রহমান। মোহাম্মদ শোয়াইব মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হাদিসের ওপর পিএইচডি করছেন। আর, খলিলুর রহমান একই বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে পিএইচডি করেছেন।

এরই মধ্যেই আসন্ন হজের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রাজকীয় সৌদিআরব সরকার। এবারের হজেও হাজিদের সার্বক্ষণিক সেবা দিতে মক্কা, মিনা, মোজদালিফা ও আরাফাত ময়দানে হাজিদের সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে সৌদি প্রশাসন।

বৈশ্বিক মহামারির কারণে টানা দু’বছর বিদেশিদের নিয়ে হজ পালন বন্ধ থাকার পর এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি