ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১৭ জুলাই ২০২২

মক্কায় আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে গিয়ে ২১ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি মারা গেলেন। এদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ছয়জন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৬ জুলাই) পবিত্র মক্কায় মারা যান মোরশেদ হাসান সিদ্দিকী (৫৮) নামের এই হাজি। তিনি ঢাকা জেলার বাসিন্দা।

এদিকে হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ছয় হাজার ৫০১ জন হাজি।

এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত তিনদিনে মোট ১৮টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত আটটি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত আটটি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে দুটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছাবে বলে ধারণ করা হচ্ছে।

৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি