ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরলেন আরও ২১৩৩ হাজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৮ জুলাই ২০২২

হজ শেষে আরও দুই হাজার ১৩৩ জন হাজি দেশে ফিরেছেন। বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফেরা হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৯১৫ জনে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদিয়ার ৪০টি ও ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে। 

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

এ পর্যন্ত সৌদি আরবে ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন বলে জানিয়েছে আইটি হেল্পডেস্ক। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও নারী ৭ জন। 

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী।

হজের বুলেটিনে জানানো হয়েছে, বুধবার সকালে মক্কার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেন হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম। 

তিনি কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোঁজখবর নেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি